বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৩২

চারদিনের ব্যবধানেই বক্সিং ডে টেস্টে ঘরের মাঠে কিউদের ২৪৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৪৮৮ রানের অসম্ভব জবাবে কিউইরা নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৪০ রানেই।

নিউজিল্যান্ডকে ফলোঅন না করানো অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৩৭ রানে ব্যাটিং শুরু করে আজ সকালে। মাত্র ১০ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ১৬৮ রানে। তাতেই কিউইদের সামনে লক্ষ্যটা হয়ে যায় ৪৮৮ রানের।

এত বিশাল লক্ষ্যে কিউইদের শুরুটা ভালো হয়নি। ৩৫ রানে নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নেন জেমস প্যাটিনসন। তার ৯ বলের এই তোপে ছিল ডাক মেরে ফেরা কেন উইলিয়ামসনের উইকেটটিও। বাকিরা যেখানে বড় ইনিংস খেলতে ব্যর্থ ছিলেন।

তবে এক প্রান্ত আগলে লড়াইটা চালিয়ে গেছেন শুধু ওপেনার টম ব্লান্ডেল। দলে তেমন সুযোগ না পাওয়া ব্লান্ডেল দারুণ ব্যাটিংয়ে সুযোগটা কাজে লাগিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে। তার প্রতিরোধের কারণেই জয় পেতে বিলম্ব হয়েছে অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত ১২১ রানে লাবুশানে তাকে ফেরালে বোল্টেে ইনজুরিতে নামতে না পারায় ২৪০ রানে দ্বিতীয় ইনিংসে শেষ হয় নিউজিল্যান্ডের।

এর আগে প্রথম ইনিংসে অজিদের ৪৬৭ রানের জবাবে কিউইরা অলআউট হয় মাত্র ১৪৮ রানে। দুই ইনিংসেই কিউইদের ভুগিয়েছেন অজি দুই পেসার কামিন্স ও প্যাটিনসন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ৪৬৭/১০ (হেড ১১৪; ৮৩/৪ ওয়াগনার) ও দ্বিতীয় ইনিংস ১৬৮/৫ ডি. (ওয়ার্নার ৩৮, ম্যাথু ওয়েড ৩০*; ওয়াগনার ৩/৫০)।

নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ১৪৮/১০ (ল্যাথাম ৫০; কামিন্স ৫/২৮, প্যাটিনসন ৩/৩৪) ও দ্বিতীয় ইনিংস ২৪০ (ব্লান্ডেল ১২১; লায়ন ৪/৮১, প্যাটিনসন ৩/৩৫)।

(ঢাকাটাইমস/২৯ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :