উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি ময়মনসিংহের ঘরহারা মানুষের

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:১৮

ময়মনসিংহের বাস্তুহারা বস্তিতে ১৫ হাজার লোকের বসবাস। গত কয়েকদিনের উচ্ছেদ অভিযানের ফলে প্রায় তিন শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

এ অবস্থায় রবিবার উচ্ছেদের আগে পুনর্বাসন চেয়ে ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাস্তুহারা জনগণ।

রবিবার নগরের থানারঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করেন বাস্তুহারা বস্তির জনগণ।

পরে সমিতির সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুরুজ আলীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা প্রশাসক মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নেতাদের দাবি, গত কয়েকদিনে ব্রহ্মপুত্র নদের পাড়ে উচ্ছেদ অভিযানের কারণে তিন শতাধিক পরিবার খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডার মধ্যে বসবাস করছে। এ অবস্থায় প্রথমে পুনর্বাসন করে পরে উচ্ছেদের দাবি জানান নেতারা।

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :