যশোরে সড়কে প্রাণ গেল আলমসাধু চালকের

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:১০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:৫১

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শিহাব হোসেন নামে এক আলমসাধু চালক।

গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব মনিরামপুর পৌর এলাকার জয়নগর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা থেকে যশোরগামী একটি বাস  (ঢাকা ব-১৪-৬৪৪০) একটি আলমসাধুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আলমসাধুর চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা বাসচালককে আটক করে। এছাড়া আহত আলমসাধু চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া অভিযুক্ত বাস চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন মনিরামপুর থানার ওসি মতিয়ার।

ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এমআর