ভারত সফরে অস্ট্রেলিয়া দলে শর্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:১৯

আসন্ন ভারত সফরের দলে শন অ্যাবটের পরিবর্ত ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সোমবার ফাস্ট বোলার অ্যাবটের পরিবর্ত হিসেবে বাঁ-হাতি ওপেনার ডি’আর্কি শর্টকে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে নিল অস্ট্রেলিয়া৷ নতুন বছরের শুরুতেই ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিবাহিনী৷

বিরাট-রোহিতদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৭ ডিসেম্বর দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া৷ এই দলে জায়গা হয়নি তারকা অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের৷ এছাড়াও বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয় এক ঝাঁক তারকা ক্রিকেটারকে৷ বিশ্বকাপের স্কোয়াডে থাকা সাত জন ক্রিকেটারকে বাইরে রেখে ভারত সফরের দল ঘোষণা করেন অজি নির্বাচকরা৷ ম্যাক্সওয়েল ছাড়া বাদ পড়েন উসমান খাজা, শন মার্শ, ন্যাথন কুল্টার-নাইল, মার্কাস স্টয়নিস ও নাথান লায়ন৷

কিন্তু দলে জায়গা পেলেও চোটের জন্য ভারতে আসা হচ্ছে না ডানহাতি অ্যাবটের৷ বিগ ব্যাশে চোট পেয়ে চার সপ্তাহ মাঠের বাইরে অজি এই পেসার৷ সিডনি সিক্সারের হয়ে বিগ ব্যাশে খেলার সময় পিঠের ব্যাথায় সরে দাঁড়াতে বাধ্য হন অ্যাবট৷

দীর্ঘদেহী পেসার অ্যাবটকে ২০২০ টি-২০ বিশ্বকাপের তরুপের তাস ব্যবহার করতে চায় অস্ট্রেলিয়া৷ এ কথা ভেবেই ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দল রেখেছিলেন বলে জানান অজি নির্বাচক ট্রেভর হন্স৷ তিনি বলেন, ‘ভারত সফরে শনকে না-পাওয়াটা অত্যন্স দুর্ভাগ্যজনক৷ শনকে আমরা টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩-এ ওয়ানডে বিশ্বকাপের জন্য ভেবে রেখেছি৷’

ভারত সফরে অস্ট্রেলিয়া দলে চার জন প্রথম সারির পেসার রয়েছেন৷ মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও কেন রিচার্ডসন৷ তাই অ্যাবটের পরিবর্ত হিসেবে বোলিং অল-রাউন্ডার শর্টকে দলে নেয় অস্ট্রেলিয়া৷ বিগ-হিটিং ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-স্পিনও করতে পারেন শর্ট৷

হন্স বলেন, ‘শর্ট ঢোকায় স্পিনিং অল-রাউন্ডারের অপশনটা বাড়ল৷ অ্যাশটন আগর এবং অ্যাডাম জাম্পার সঙ্গে দলে যোগ দিলেন শর্ট৷ ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ১৪ জানুয়ারি মুম্বইয়ে৷ পরের দু’টি ম্যাচ হবে ১৭ তারিখ রাজকোট এবং ১৯ তারিখ বেঙ্গালুরুতে৷

ভারত সফরে অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), প্যাট কামিন্স (ভাইস-ক্যাপ্টেন), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, পিটার হ্যান্ডসকম্ব, মানার্স ল্যাবুশেন, ডার্সি শর্ট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার) অ্যাশটন আগর, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জাম্পা৷

(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :