জয়পুরহাটে বিপুল অস্ত্র উদ্ধার, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:২০

জয়পুরহাটে বিপুল দেশীয় অস্ত্র বিদেশি পিস্তল, গুলি ম্যাগাজিন ও ককটেলসহ দুই অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার আটক করেছে পুলিশ। তাদের মধ্যে যুবলীগের এক নেতা আছেন।

সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ২৫টি সামুরাই ও ছয়টি ককটেলসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে রঞ্জু সরকার এবং ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আক্কাস আলী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, আটক অস্ত্র ব্যাবসায়ীরা দেশীয় অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধপথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। অস্ত্র বেচাকেনা করছে এমন খবরে বিপুল দেশীয় অস্ত্র ও গুলি ম্যাগাজিন ককটেলগুলোসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :