পাকিস্তানে টেস্ট ফেরাতে বাংলাদেশ ভূমিকা রাখবে: ওয়াকার ইউনুস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:২৪

পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটারদের অনীহার মূল কারণ পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি। কিন্তু কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে গেল শ্রীলঙ্কা; এমন উদাহরণ সবার বক্তব্যেই। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসও বিসিবির ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায়। পাকিস্তান একটি সুন্দর ও শান্তিপূর্ণ জায়গা বলে বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন তিনি।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনুস নিজ দেশে টেস্ট ক্রিকেট পুরোপুরিভাবে প্রত্যাবর্তন করাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেন, ‘পাকিস্তান একটি সুন্দর জায়গা, একটি শান্তিপূর্ণ জায়গা এবং আমরা নিয়মিত টেস্ট ক্রিকেট আয়োজন করার জন্য প্রস্তুত। আমি আশাবাদী যে বিসিবি আসন্ন সফর নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। নিয়মিতভাবে পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফেরাতে বাংলাদেশের এই সফর দারুণ ভূমিকা রাখবে।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর (এফটিপি) অনুসারে জানুয়ারিতে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে লম্বা সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট সিরিজের ভেন্যু নিয়েই এবার জটিলতা তুঙ্গে।

কয়েকদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললে সেটি হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ আয়োজনেই যদি সম্মত হয় পিসিবি, সেক্ষেত্রে সিরিজটা ইসলামাবাদ কিংবা রাওয়ালপিন্ডিতে যেন হয়।’

উল্লেখ্য, ২০০৩ সালে বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে।

(ঢাকাটাইমস/৩১ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :