জেএসসিতে সিলেটে জিপিএ ফাইভ বেড়েছে

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৭৯ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৮২ শতাংশ ।

গত বছর এক হাজার ৬৯৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেলেও এবার পেয়েছে তিন হাজার ৭৭৩ জন শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ।

তিনি বলেন, গত বছরের তুলনায় সব সূচকেই ফল ভাল হয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে।

সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার) এক লাখ ৫৩ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪২ হাজার ৫৩২ জন।

পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৯ টি স্কুলের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ১৭৬টি স্কুল। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।

গত বছরের মতো এবারও এগিয়ে রয়েছে মেয়েরা। ৮৯ হাজার ৮২৫ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮১ হাজার ৯৯৮ জন । অন্যদিকে ৬৫ হাজার ৭৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫৩৪ জন।

মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৩৬ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৯২ দশমিক ০৩ শতাংশ।

মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ২০ হাজার ৪৯২ জন, এ মাইনাস গ্রেডে ১৯ হাজার ৬১১ জন, বি গ্রেডে ২৬ হাজার ৫৮৭ জন, সি গ্রেডে ৫৬ হাজার ৬৫০ জন ও ডি গ্রেডে ১৫ হাজার ৪১৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :