এবারও শীর্ষে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৯, ২২:৪৮

সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় স্ব-স্ব স্কুল ও মাদ্রাসাগুলোতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কক্সবাজার জেলার সবকটি স্কুলের ফলাফলের মধ্যে প্রতিবারের ন্যায় এবারও শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ফলাফলে জেএসসিতে ১২৮ জন জিপিএ-৫ এবং শতভাগ পাস করেছে। এ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২৩০ জন।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তৈয়ব দিদার বলেন, আল্লাহর কাছে অশেষ শোকরিয়া। আমরা প্রতিবারের ন্যায় এবারেও জেলার শীর্ষে থেকে সর্বোচ্চ জিপিএ-৫ সহ ভালো রেজাল্ট করেছি। প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে ধারাবাহিক এ ফলাফল অর্জিত হয়েছে।

কক্সবাজার জেলায় প্রাথমিকে পাসের হার ৯৪.৬১, ইবতেদায়িতে ৯৭.৬৮।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :