ম্যাক্সওয়েল যখন ফায়ার-ফাইটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ১৫:১৫

ব্যাট হাতে দলকে জেতাতে প্রায় বড় ভূমিকা নিতে দেখা যায়৷ কিন্তু এবার অন্য কারণে খবরের শিরোনামে গ্লেন ম্যাক্সওয়েল৷ নিজের প্রিয় বাড়ির রক্ষাকর্তা হিসেবেও দেখা গেল অজি অলরাউন্ডারকে৷

সোমবার লাউশেনস্টনে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্স ও হোবার্ট হ্যারিকানসের খেলা ছিল। ম্যাচের আগে ‘ম্যাড ম্যাক্স’কে দেখা গেল অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে বাড়ির সাজানো গাছে তরল ছিটিয়ে দিতে৷ আশেপাশের অগ্নিদগ্ধ গাছের ছাই উড়ে এসে যাতে ক্ষতি না-করতে পারে।

ম্যাক্সওয়েলের বিগ ব্যাশ লিগে সতীর্থ ডেল স্টেইন ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেন৷ তার পরেই সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়ে যায়। মেলবোর্ন স্টার্সের তারকা সতীর্থ পোস্ট করে ক্যাপশনে লেখেন, মনে রাখার মতো দারুণ একটা দিন উপহার দিলে বন্ধু।’

প্রোটিয়া পেসারের এই ইনস্টাগ্রাম ভিডিওটি শেয়ার করা হয় বিগ ব্যাশ লিগের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। যেখানে ক্যাপশনে লেখা হল, ‘লাউশেনস্টনে অদ্ভূতভাবে প্রাক-ম্যাচ পর্বে অধিনায়ককে থামতে হল।’

ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ১১ ওভার করে ইনিংস হয়৷ প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করেন হ্যারিকেনস৷ দারুণ বোলিং করেন স্টেইন৷ দু’ওভারে মাত্র ১২ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন মেলবোর্ন স্টার্সের তারকা পেসার৷ দু’টি উইকেট নেন কুইল্টার নাইলও৷ হোবার্ট হ্যারিকেনসের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন জয়েল৷

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মেলবোর্ন স্টার্সের সামনে ১১ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৮০ রান৷ কিন্তু শুরুতেই ধাক্কা খায় মেলবোর্ন স্টার্স৷ প্রথম ওভারেই জেমস ফকনার দুই উইকেট তুলে নেন৷ তবে তৃতীয় উইকেটে মাকার্স স্টওনিস ও পিটার হ্যান্ডকম্বস ৫২ রান যোগ করে সামাল দেন৷ কিন্তু ৮ ওভারে তিন উইকেটে ৫৫ রান তোলার পর বৃষ্টিতে ফের খেলা বন্ধ হয়ে যায়৷ আর খেলা শুরু না-হওয়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জিতে যায় মেলবোর্ন স্টার্স৷ কারণ এই সময় ৪ রান বেশি ছিল ম্যাক্সওয়েলদের৷

শুক্রবার অবশ্য মাঠে ত্রাতা হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন বিগ ব্যাশ লিগের দলকে। চার ছক্কা সমেত ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে বিবিএলে হিট। ম্যাক্সওয়েলের দুরন্ত ইনিংসের পরে সতীর্থ স্টেইন প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ম্যাক্সি-কে!

(ঢাকাটাইমস/১ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :