ভারতে ফাইভজি প্রযুক্তি ট্রায়ালে অনুমতি পেলো হুয়াওয়ে

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২০, ১৫:২১ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০, ১৭:০১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে ফাইভ জি প্রযুক্তির ট্রায়ালে অংশ গ্রহণের অনুমতি পেয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। চীন ও আমেরিকার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক কোন্দল শুরু হবার পর এই প্রথম হুয়াওয়ের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো ভারত সরকার।

সরকারের এই সিদ্ধান্ত ভারতে ফাইভ জি প্রজন্মের প্রযুক্তি স্থাপনে হুয়াওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আশাটি আরো বাড়িয়ে তুলেছে। ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণাটি এমন এক সময়ে এলো যার কিছু দিন আগে ইতালিরও একজন মন্ত্রী মন্তব্য করেছেন যে হুয়াওয়েকে ফাইভ জি নেটওয়ার্কে অংশ গ্রহণের সুযোগ দেওয়া উচিত। কাজেই ভারতে কাজের সুযোগ পাওয়ার খবরটি নিঃসন্দেহে হুয়াওয়ের জন্য একটি বড় বিজয়।

ভারতের টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি জানিয়েছেন যে, ‘সকল ভেন্ডর ও অপারেটরদেরকে সাথে নিয়েই পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালুর কাজ করা হবে।’ এ জন্য ৫জি স্পেকট্রাম (তরঙ্গ) দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

হুয়াওয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে জানতে চাইলে রবিশঙ্কর প্রসাদ বলেন, ফাইভ জি চালুর এই পর্যায়ে আমরা ভেন্ডরদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।  

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় ভারতে বিশ্বের দ্বিতীয় বড় ওয়্যারলেস মার্কেট বলা হয়ে থাকে। ফাইভ জি সেবার বিষয়ে আগামী মার্চে দেশটিতে ফাইভ জির তরঙ্গ নিলাম  বসার কথা রয়েছে। হুয়াওয়ের প্রতি ভারত সরকারের এই সবুজ সংকেতের ফলে এখন প্রতিষ্ঠানটি ঐ নিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

ভারতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এজেড)