অর্থমন্ত্রীর বাসায় চুরির মামলা

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২০, ১৬:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের গুলশানের বাসায় চুরির অভিযোগে একটি মামলা হয়েছে থানায়। অর্থমন্ত্রীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন গুলশান থানায় এই মামলা করেছেন।

গত ১৩ ডিসেম্বর ওই বাসায় চুরির ঘটনাটি ঘটলেও মামলাটি দায়ের করা হয় তার ১৮ দিন পর গত মঙ্গলবার।

মামলার এজাহারে বলা হয়, গত ১৩ ডিসেম্বর গুলশান ২ নম্বর সেকশনের ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন বাসার গৃহকর্মী সালমা বেগম। তাকে খুঁজে না পেয়ে ফোন করেন অর্থমন্ত্রীর স্ত্রী কাশমিরী কামাল। কিন্তু সালমার ফোন বন্ধ পাওয়া যায়।

এজাহারের তথ্য অনুযায়ী, সালমার বাড়ি দিনাজপুরে। গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে তিনি অর্থমন্ত্রীর বাসায় কাজ করছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. খোরশেদ আলম ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের থানায় একটি চুরির মামলা হয়েছে গত ৩১ ডিসেম্বর। আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় ট্র্যাকিং করেও তাকে পাওয়া যাচ্ছে না।’

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এএ/ডিএম)