সুলতান মেলা শুরু ১৫ জানুয়ারি, বঙ্গবন্ধুকে উৎসর্গ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ২১:১৭

১৫ জানুয়ারি থেকে শুরু হবে এসএম সুলতান মেলা। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুলতান ফাউন্ডেশনের অলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ১০ দিনব্যাপী এ মেলা নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হবে। এবারের মেলা উৎসর্গ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, পিপি ইমদাদুল ইসলাম, জিপি অচিন চক্রবর্ত্তী, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী, সহকারী অধ্যাপক মলয় নন্দী, যশোর বারের সিনিয়র আইনজীবী মঞ্জুরুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি মলয় কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সুলতান ফাউন্ডেশনের যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান, আজীবন সদস্য সুলতান মাহমুদ, আব্দুর রশিদ মন্নু, ইমান আলী মিলন, প্রশান্ত সরকারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন, চিত্রপ্রদর্শনী, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ারগাড়ি দৌড় প্রতিযোগিতা, দঁড়ি টানাটানি, চিবুড়িসহ বিভিন্ন গ্রামীণ খেলা থাকছে। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন আলোচনা সভা।

এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেয়া হবে। তবে এ বছর সুলতান পদক কে পাবেন, তা এখনও নির্ধারণ হয়নি।

সুলতান ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হবে। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এসএম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :