ইতালিতে সিলেট সিটি ক্লাবের বর্ষবরণ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ২২:০৬

ইতালির রোমে সিলেট সিটি ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বর্ষবরণ অনুষ্ঠান ১ জানুয়ারি তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকার রসই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত সিলেট সিটি ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সদস্য জায়দুল হক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি সভাপতি অলি উদ্দিন শামীম, প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের সাবেক উপদেষ্টা রানা খান, সাবেক সিনিয়র সহসভাপতি এমডি মজির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি সহসভাপতি আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, ক্রীড়া সম্পাদক মুন্না হোসেন, বাংলাদেশ ব্যাংকার সমিতি রোম সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাতব্বর, মার্কোনী যুব সমাজের মনির হোসেন, কবির হোসেন, বন্দুমহলের সুমন, আব্দুল হামিদ প্রমুখ।

সমিতির সভাপতি নুরুল ইসলাম শুরুতেই অনুষ্ঠানে নবগঠিত সিলেট সিটি ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সকলের সাথে পরিচয় করিয়ে দেন।

সমিতির প্রধান আহবায়ক আরমান উদ্দিন স্বপন, সভাপতি হিসাবে নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ খান সোহেল, সহসভাপতি হোসেন আহমেদ, কোষাধ্যক্ষ আফজাল হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক বিজয় কর, মহিলা সম্পাদিকা ইয়াসমিন বেগম, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদের নাম ঘোষণা করা হয়।

পরিচিতি পর্বের পর আলোচনা সভায় বক্তারা সিলেট সিটি ক্লাবের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে ইতালির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে সহাযোগিতার আশ্বাস দেন। প্রবাসে সমাজসেবা ও সিলেটবাসীর ঐক্যের প্রতীক হিসাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

পরিশেষে সিলেট সিটি ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ খান সোহেল সমাপনী বক্তব্য দেন।

পরে সিলেট সিটি ক্লাবের ব্যবস্থাপনায় নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :