মাগুরায় বিল থেকে সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২০, ১৬:১৬

মাগুরা শ্রীপুর উপজেলা চরজোকা গ্রামের বিলের ভেতর থেকে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জালাল উদ্দিন (৫১)।

শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জালাল উদ্দিন চরজোকা গ্রামের মৃত আবু তালেব মোল্যার ছেলে।

শ্রীপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান জানান, জালাল উদ্দিন লাঙ্গবাধ বাজারের একজন সবজি ব্যবসায়ী। সবজি বিক্রির উদ্দেশে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়ি ফেরেননি তিনি। সকালে চরজোকা গ্রামের বিলের ভিতরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় তার কাছে ২১০০ টাকা ও একটি মোবালইল ফোন পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে তিনি জানান। মরদেহটি ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসাপতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :