তাড়াশে শীতার্তদের পাশে লাইফগার্ড

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৪২

সিরাজগঞ্জের তাড়াশে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ড।

শুক্রবার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম মাদ্রাসা মাঠে ১৫০জনকে এ শীতবস্ত্র দেয়া হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন লাইফর্গাড এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. বদরুল ইসলাম বলেন, লাইফগার্ড সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। ২০১৬ সাল হতে লাইফগার্ড যাত্রা শরু করে। লাইফগার্ডের সদস্য সংখ্যা প্রায় ৬০জন। যারা সকলেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

লাইফগার্ড প্রতি বছর বিভিন্ন কার্যক্রমের ন্যায় এ বছরও তাদের কার্যক্রম পরিচালনা করে। লাইফগার্ডের সকল কার্যক্রম নিজেদের অর্থে পরিচালনা করা হয়। এবছরও তারা তাদের ১১তম কাজের অংশ হিসেবে তাদের নিজেদের অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ডের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সদস্য রিয়াদ, হৃদয়, সিফাত, আবির, মুন্না, সুমন, রাব্বী, সাদ্দাম ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :