রাজনৈতিক সংগঠন ‘জাতীয় গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়া’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২০, ২১:১৮

‘জাতীয় গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়া’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নাম প্রকাশ করা হয়।

সংগঠনটির সেøাগান হচ্ছে- ‘৪৮ বছরের অপরাজনৈতিক সংস্কৃতি থেকে মুক্তি’। তারা বলেন, আমাদের লক্ষ্য স্বদেশি ধাঁচে উন্নত দেশের আদলে একটি প্রতিনিধিত্বশীল গণতন্ত্র গড়ে তোলা।

সঙ্গে পাঁচ দফা তুলে ধরেন তারা বলেন, স্বাধীন সংসদ, স্বধীন বিচার বিভাগ, ব্রিটিশ ভারতের পরিবর্তে উন্নত রাষ্ট্রের আদলে প্রশাসন, পুলিশ বিচার ব্যবস্থা ও স্বশস্ত্র বাহিনীর পুনর্বিন্যাস, বিভাগীয় সরকার এবং গণমাধ্যমের স্বাধীনতা। সভায় সভাপত্বি করেন সংগঠনটির আহবায়ক সাবেক কূটনীতিক সাকিব আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, ট্রেজারার সাখাওয়াত হোসেন ভুঁইয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ, মাহাবুব হোসেন, হাবিবুর রহমান ও নাজমুস সাদাত।

ঢাকাটাইমস/৩জানুয়ারি/ বিজ্ঞপ্তি/এআইএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :