জাতীয় পার্টিকে নিয়ে অপশক্তিকে মোকাবেলা করতে চান কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:০১ | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২০, ১৫:৪৭

শরিক জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে অপশক্তিকে মোকাবেলা করতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে। সেটিকে ধরে রাখতে সবাইকে ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আজও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত চলছে। বাতাসে ষড়যন্ত্রের গন্ধ আছে, রক্তের গন্ধ আছে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ রাজনীতিতে সৌজন্যতাবোধ নেই। সৌজন্যতা রয়েছে ব্যানার-বিলবোর্ডে। রাজনীতিতে সৌজন্যতাবোধ বিরল প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে।’ রাজনীতির নেতিবাচক এ দিকটা আমরা এড়াতে পারছি না।

সেতুমন্ত্রী বলেন, আজকেও কারো মৃত্যুর পর অনুষ্ঠানে যেতে দ্বিধাবোধ হচ্ছে। এসব রাজনীতির জন্য শুভ নয়। গণতন্ত্রের জন্য শুভ নয়। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়। গণতন্ত্র দুই চাকার বাইসাইকেল। এটা আমাদের মনে রাখতে হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও মনে রাখতে হবে তাদের ভূমিকা অপরিহার্য গণতন্ত্রকে শক্তিশালী করতে। বিরোধী দলকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী বিরোধী দল ছাড়া শক্তিশালী গণতন্ত্র বিশ্বাস করা যায় না।

কাদের বলেন, রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করছে বিএনপি। গণতান্ত্রিক রাজনীতির বাধা হয়ে দাঁড়িয়েছে। অলঙ্ঘনীয় দেয়াল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, ‘আমি আমার নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় পার্টি-জেপি নেতাকর্মীদের উদ্দেশে এই কথাই বলে যেতে চাই, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে আসুন একসাথে হই। সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে আমরা পরাজিত করে সোনার বাংলা বিনির্মাণ করি। বাংলাদেশের উন্নয়ন-অর্জন ও সাফল্যের দাবিদার আপনারাও।’

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/বিইউ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :