‘চাঁপাইনবাবগঞ্জে শিগগির পর্যটন কেন্দ্রের কাজ শুরু’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২০, ২০:৫৭

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত পর্যটন কেন্দ্রের কাজ শিগগির শুরু হবে বলে জানালেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের জায়গা পরিদর্শনে শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই পর্যটন কেন্দ্রটি নদীর পাড়ে স্থাপিত হবে। কিন্তু নদীর কোন ক্ষতি হবে না। নদীর সৌন্দর্য্য বৃদ্ধির জন্যই এ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে এবং স্থানীয়দের কর্মসংস্থান হবে। আর বাবুডাং এলাকায় আরো একটি পর্যটন কেন্দ্র করার কথাও জানান প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশিদ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল, জেলা প্রশাসক এজেডএম নূরুল হকসহ আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, ৪২ কোটি টাকা ব্যয়ে ৪৪ একর জায়গায় এই পর্যটন কেন্দ্র গড়ে উঠবে।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :