ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২০, ২১:০৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিয়ে থেকে রক্ষা করেন সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে। শুক্রবার বিকালে সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার এক যুবকের সাথে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ  বড়ুয়াকে জানালে তিনি পুলিশ নিয়ে বিকালে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম পঙ্কজ  বড়ুয়া বলেন, বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্কুলছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/পিএল/এলএ)