মুরাদনগরে মাদক প্রতিরোধে সহস্রাধিক শিক্ষার্থীর শপথ

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২০, ২১:১৯

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সকল প্রকার মাদক দ্রব্য প্রতিরোধ এবং মাদক সেবনকারী ও বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করার প্রত্যয়ে শপথ নিয়েছে সহস্রাধিক শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টায় উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক সভায় এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।

সহকারী শিক্ষক হুমায়ন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা সফিউল আলম তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য কাজল বারী, মনির হোসেন, সাবেক সদস্য মোসলেহ উদ্দিন, নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন ভূইয়া, সহকারী শিক্ষক মাসুম খান, মমতাজ উদ্দিন, নাসির উদ্দিন, শরীফ আবদুল্লাহ, খোরশেদ আলম ভূইয়া, গিয়াস উদ্দিন, ফোরকান আলম, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, সহকারী গ্রন্থাগারিক বিল্লাল হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এলএ)