বাহরাইনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্বপন মজুমদার, বাহরাইন
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২০, ২৩:০৭

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ছাত্রদের নিয়ে কিশোর মেলার দ্বিতীয় বার্ষিক উৎসব উপলক্ষে এক আলোচনা সভা এবং পিএসসি, জেএসসি, এসএসসি ও এইসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বাহরাইনের স্থানীয় আল-ইসলাহ অডিটোরিয়ামে তামিম মেজবাহের সঞ্চালনায় কিশোর মেলা বাহরাইনের প্রধান পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোর মেলা বাহরাইনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল হাসেম, প্রকৌশলী মহব্বত হোসেন বাচ্চু, ইঞ্জিনিয়ার মো. মুস্তফা, ওরিয়েন্টাল কন্ট্রাক্টিং-এর কর্ণধার জসিম উদ্দিন, কেনিউ ওরিস্যা গ্রুপ-এর স্বত্বাধিকারী আলাউদ্দিন, বাহরাইন বিজনেস ফোরামের সেক্রেটারি আইনুল হক, ব্যবসায়ী কাশিম মু. সরওয়ার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, ইঞ্জিনিয়ার আসিফ হোসেন, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ব্যবসায়ী সালাউদ্দিন ও প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষকবৃন্দ, বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল চিত্রাঙ্কন, তেলাওয়াত ও সংগীত প্রতিযোগিতা, আকর্ষণীয় বিতর্ক অনুষ্ঠান ও কুইক কুইজ।

পরে কিশোর মেলা ক্ষুধে শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো উপস্থিত ছিলেন কিশোর মেলা বোর্ড মেম্বার মুহাম্মদ আইয়ুব, তোফায়েল রেজা, আমির হামজা, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মহিউদ্দীন।

এছাড়া কমিউনিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কিশোর মেলা বাহরাইনের ইউনিট পরিচালকবৃন্দ, ইয়ুথ ফোরাম এক্সিকিউটিভ কমিটি, মিডিয়া সম্পাদক নোমান সিদ্দিকীসহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :