ঢাকা দক্ষিণে মোশাররফ-উত্তরের নির্বাচন পরিচালনার দায়িত্বে মওদুদ

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২০, ২৩:২৫ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০, ১১:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারসহ যাবতীয় কার্যক্রম পরিচালনায় স্থায়ী কমিটির দুই সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছে বিএনপি।
খন্দকার মোশাররফ ঢাকা দক্ষিণ এবং মওদুদ আহমদ ঢাকা উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে থাকবেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দুটি নির্বাচন পরিচালনা কমিটি করেছি। দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সমন্বয়ক থাকবেন মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সঙ্গে আরও দায়িত্বে থাকবেন- আবদুস সালাম, হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক থাকবেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সমন্বয়ক থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটি হবে ২১ সদস্যের, বাকি সদস্যের তালিকা পরে জানানো হবে।

বর্তমান নির্বাচন কমিশন ‘অযোগ্য’ হলেও ‘গণতান্ত্রিক দল হওয়ায়’ বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তারপরও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবেন জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দেব। নির্বাচন ‍সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তাব ও দাবি-দাওয়াগুলো সেই চিঠিতে থাকবে।

এছাড়া নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এবং নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের জন্য সংবাদমাধ্যমে আলাদা আলাদাভাবে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে ইভিএম নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইভিএম প্রত্যাখ্যান করেছি। আমরা কখনোই এই মেশিনে ভোট মেনে নেব না।

ইভিএমে ভোটগ্রহণের বিরুদ্ধে জনমত তৈরিতে কর্মসূচি নেবেন বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।

লন্ডন থেকে স্কাইপে যুক্ত হওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/বিইউ/এলএ)