‘দিদিমণি’কে পর্দায় আনছেন রিয়াজুল রিজু

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২০, ০৯:৫৮

‘এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি। ও লাল টুকটুক সেলাই দিদিমণি।’ এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে ব্যান্ড সংগীতের গুরু জেমস গেয়েছিলেন ‘দিদিমণি’ শিরোনামের গানটি। সে গানে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন ‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত নির্মাতা রিয়াজুল রিজু।

পরিচালকের বিশ্বস্ত সূত্র জানায়, ফেব্রুয়ারির শুরুতে রাজধানী ঢাকা এবং এর আশপাশের বেশ কিছু এলাকায় ‘দিদিমণি’র শুটিং শুরু হবে। ছবিটি হবে লেডি অ্যাকশন ঘরানার। পরিচালনার পাশাপাশি ‘দিদিমণি’র চিত্রনাট্যও লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা রিয়াজুল রিজু। কাহিনি ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস।

যোগাযোগ করা হলে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘বাপজানের বায়োস্কোপ’ বানানোর পর সঠিক টাইমিং এবং ব্যাটে বলে না মেলায় দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলাম। মাঝে প্রেমের কবিতা ও কাঙাল বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে হয়ে উঠেনি। তবে এবার আমার শুভাকাক্সক্ষীদের আশ্বস্ত করছি ‘দিদিমণি’ উপহার দিতে পারব।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের হাতে গোনা দুই-চারজন সুপারস্টারের ভেতর অন্যতম গায়ক জেমস। আমি তার একজন অন্ধ ভক্ত। আমার এই চলচ্চিত্রটির নাম পছন্দ করার ক্ষেত্রে জেমসের গাওয়া গানটি আমাকে বেশ অনুপ্রেরণা যুগিয়েছে।’

প্রধান নারী চরিত্রসহ অন্যান্য চরিত্র ও কলাকুশলীতে বেশ চমক রয়েছে বলে জানান রিজু। তিনি বলেন, খুব শিগগির ছবির সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সকলকে পরিচয় করিয়ে দেয়া হবে।

২০১৫ সালে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি নির্মাণ করেন রিয়াজুল রিজু। চলচ্চিত্রটি সে বছর ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা চলচ্চিত্র পরিচালক সহ মোট আটটি বিভাগে নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। এছাড়া তিনি বেশ কিছু নাটক ও টেলিভিশন প্রোগ্রামও নির্মাণ করেছেন।

ঢাকাটাইমস/৫জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :