চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে দুদক, দুই দালালের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:৫৬

চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুই দালালকে আটক করে পনের দিন ও সাতদিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- শহরের ফার্মপাড়া এলাকার কল্লোল বিশ্বাস ও দামুড়হুদা উপজেলার নূরনগর গ্রামের সুজন আলী।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক রফিক উদ্দীন খান জানান, দীর্ঘদিন ধরে দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই জনকে আটক করার পর ১৫ ও সাতদিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দুই শ টাকা জরিমানা করা হয় অফিসের সিল মেকানিক জাকির হোসেনকে।

সিব্বির আহমেদ জানান, ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক এ কারাদণ্ড দেয়া হয়েছে এবং সিল মেকানিককে জরিমানা করা হয়েছে। রায় শেষে পুলিশের সহযোগিতায় তাদেরকে কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/পিএল/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :