শীর্ষ আলেম আল্লামা তাফাজ্জুল হক আর নেই

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২০, ২০:১৯ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০, ২০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের অন্যতম শীর্ষ আলেম, হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার সকাল ১০টায় হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে  সিলেটে নিয়ে যাওয়ার পথে শেরপুর নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। প্রায় ৫৫ বছর তিনি এখানে হাদিসের দরস দিয়েছেন। এছাড়া সিলেটের বিখ্যাত দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রেঙ্গারও তিনি শায়খুল হাদিস ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি ছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশেরও শীর্ষ নেতা ছিলেন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/জেবি)