শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১১:১১ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ১১:০৫
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত পৌনে দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুর্ভোগে পড়েছিলেন পারাপারের অপেক্ষায় শত শত যানবাহনের যাত্রী।

ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য শতাধিক যানবাহন অপেক্ষায় ছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর যানগুলো আস্তে আস্তে নদী পার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরির চালকরা। নৌরুটের সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/৬জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :