হাসপাতালে নানক, হার্টে ধরা পড়েছে দুটি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৪:৩০ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ১৩:৫৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব জানান, সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে (নানক) হাসপাতালে আনা হয়। পরে এনজিওগ্রাম করানো হলে হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

পেশায় আইনজীবী জাহাঙ্গীর কবির নানক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে নৌকা প্রতীকে জেতেন জাহাঙ্গীর কবির নানক। ঠাঁই হয় মন্ত্রিসভায়, দায়িত্ব পান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও মন্ত্রিসভায় জায়গা পাননি।

ঢাকা-১৩ আসন থেকে পরপর দুই বার আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হলেও একাদশ সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নানককে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।

ঢাকাটাইমস/৬জানুয়ারি/টিএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :