সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৪৬

একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর ওয়াসার ঠিকাদারদের হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। নাটোরের ইউনাইটেড প্রেসক্লাবের আয়োজনে সোমবার সকালে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে হাতকড়া পরানো মানে, সারাদেশের সাংবাদিকদের অপমান করা। অতি উৎসাহী পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে। গণমাধ্যমকর্মীরা আজ সাধারণ মানুষের কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে। অবিলম্বে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং অতি উৎসাহী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবিউর রহমান পিপলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংবাদিক হালিম খান, সাংবাদিক আল মামুন, সাংবাদিক ইসাহাক আলী, সাংবাদিক মেহেদি হাসান, সাংবাদিক নাইমুর রহমান, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক রানা আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান প্রমুখ।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :