‘গত বছর ৪ হাজার নারী নির্যাতনের বিচার হয়নি’

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৫

গত বছর দেশে চার হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটলেও অধিকাংশেরই বিচার হয়নি বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একমাত্র ব্যতিক্রম নুসরাত হত্যার বিচার হলেও বাকি ঘটনাগুলোর সুষ্ঠু বিচার কিংবা তদন্তের অগ্রগতি দেখা যায়নি বলে ভাষ্য তাদের। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলির বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে নেয়ারও দাবি জানিয়েছেন তারা।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এসব কথা বলেন। মানববন্ধনে ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ডা. ফওজিয়া বলেন, ‘সামাজিক দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অসদুপায়ে উপার্জিত অর্থ খরচের খাতও অবৈধ। নারীর প্রতি যারা নিপীড়ন নির্যাতন চালায় তারা কাপুরুষ। তাদের রুখতে হলে সামাজিক দুর্নীতি রুখতে হবে। প্রতিবাদে সোচ্চার হতে হবে। ধর্ষণের বিচার চাইতে এসে কেন দুর্নীতির সামাজিক বিচার, আইনের শাসনের কথা বলছি? কারণ এর সাথে এসবের সংশ্লিষ্টতা আছে।’

নারী নির্যাতনের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়ে মহিলা পরিষদের সভাপতি বলেন, ‘যে হারে নারী নিপীড়ন, নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটছে তাতে আমরা শঙ্কিত। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনা বাড়ছে। নারী নির্যাতনের বিচার দ্রুত বিচার আইনে করা গেলে এর আইনগত প্রতিকার কিছুটা হলেও মিলবে।’

মহিলা পরিষদের কেন্দ্রীয় সংসদের নেত্রী রেখা চৌধুরী বলেন, ‘ক্রমাগত নারী নির্যাতন বেড়েই চলছে। এ কারণ বিচারহীনতা। আমরা তনু হত্যার বিচার পাইনি, সাগর-রুনি হত্যার বিচার পাইনি। তবে প্রধানমন্ত্রীর ইনিশিয়েটিভের কারণে হয়তো দ্রুতই আমরা নুসরাত হত্যার বিচার পেয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক বলেন, ‘ঢাবি পরিবারের সদস্য হিসেবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জড়িত সকলের জন্য ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনা লজ্জার। এই ঘটনা মেনে নেয়া যায় না, হতে পারে না। সামনে নারী নির্যাতনের বিচার যদি না পাই তাহলে ভবিষ্যতে আমার ওপর নির্যাতন কিংবা কোনো নারীর ওপর নির্যাতনের বিচারও পাব না।’

মানববন্ধনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাইখ ইমতিয়াজ, মহিলা পরিষদের ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক রাহানা, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জুয়েলা জেবননেসা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :