২০১৯ সালে লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২০, ২০:০২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৯ সালে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। এই কোম্পানির মোট ৩ হাজার ৯৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩.৪৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য বছরে ফরচুন সুজ ২ হাজার ৫৩২ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে; যা মোট লেনদেনের ২.২২ শতাংশ। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ২ হাজার ৫০৪ কোটি টাকার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ২ হাজার ৩০০ কোটি টাকার লেনদেন করেছে; যা মোট লেনদেনের ২.০২ শতাংশ। এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২ হাজার ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন করে পঞ্চম স্থানে রয়েছে; যা মোট লেনদেনের ১.৭৯ শতাংশ।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/মোআ)