ঝালকাঠিতে দুর্বৃত্তের আগুনে পুড়ল খাবার হোটেল

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২০, ২১:৩৭ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০, ২১:৪৩

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠিতে দুর্বৃত্তরা একটি খাবারের হোটেল পুড়িয়ে দিয়েছে। আগুনে পাশের একটি বসতঘরও পুড়ে যায়। সোমবার ভোরে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার শরীফ সল্ট কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, শরীফ সল্টের সামনে রাশেদ হাওলাদারের একটি খাবারের হোটেলে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে মালামালসহ হোটেলটি পুড়ে যায়। আগুনে হোটেলের পাশেই শরীফ সল্টের লেবারদের থাকার একটি ঘরও আংশিক পুড়ে যায়।

পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলায় অল্পের জন্য রক্ষা পায় শরীফ সল্টের কারখানা। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যেহেতু সেখানে দুইটি গ্রুপের মধ্যে ঝামেলা চলছে, এ মহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/কেএম/এলএ)