খিলক্ষেতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২০, ০৮:২০ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০, ০৮:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। পুলিশ বলছে, স্বামীই এই হত্যার সঙ্গে জড়িত।

সোমবার মধ্যরাতে খিলক্ষেতের পশ্চিমপাড়া এলাকার বাসা থেকে সালমা আক্তার নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর নাম হাসান। তিনি পেশায় সবজি বিক্রেতা।

খিলক্ষেত থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, রাত সাড়ে ১২টার দিকে সালমার লাশ উদ্ধার করে পুলিশ। রাত ৯টা থেকে ১১টার মধ্যে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, তাদের দুই শিশু সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/জেবি)