৫ ক্যামেরার শক্তিশালী ব্যাটারির ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১২:১৪ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১০:১২

জনপ্রিয় মোবাইল ফোন অপোর সাব-ব্র্যান্ড রিয়েল মি নতুন ফোন আনল। মডেল রিয়েল মি ফাইভ আই। শুরুতে ফোনটি ভিয়েতনামের বাজারে এসেছে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে।

এই ক্যামেরায় থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। রিয়েল মি ফাইভ ফোনেও ছিল একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফাইভ আই ফোনে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

রিয়েল মি ফাইভ আই ফোন ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। এর পেছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য আছে ফোরজি এলটিই।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা