তরুণীকে ধর্ষণ: এসআই বাপ্পীর জামিন নাকচ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৫:৩৫ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৫:২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলায় মিরপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খান বাপ্পীর (৩০) জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে জামিন নাকচের এ আদেশ দেন।

আইনজীবী অ্যাডভোকেট সজীব কুমার কুন্ডু আসামিকে নিদোষ দাবি করে এ জামিনের আবেদন করেন।

অন্যদিকে ভুক্তভোগীর পক্ষে অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে মর্মে জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

গত ২ জানুয়ারি রাতে ভুক্তভোগী ওই তরুণী রাজধানীর শেরে বাংলানগর থানায় ধর্ষণের ওই মামলা করেন। সেদিন রাতেই আসামি আব্দুর রকিব খান বাপ্পীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে মঙ্গলবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে।

তরুণীর অভিযোগ, গত ২ জানুয়ারি সকালে বাপ্পী আগারগাঁও এলাকার একটি বাসায় তাকে ডেকে নিয়ে যান। সেখানে গেলে তাকে কিছু গোপন ভিডিও দেখান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন বাপ্পী। এ নিয়ে তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। গত পাঁচ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। তিনি একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। কিন্তু সম্প্রতি বাপ্পী বিয়ে না করার জন্য টালবাহানা করছিলেন।

ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :