যশোরে তিন লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৬:৫৫

যশোরে তিন লাখ ১৮ হাজার ৯৪০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে যশোর স্বাস্থ্য অধিদপ্তর। ১১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ হাজার ২৮৮টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস এবং ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সীরা এই ক্যাপসুল পাবে।

মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় জানান, নয়টি স্থায়ী কেন্দ্র, দুই হাজার ২৬৮টি আউটরিচ সেন্টার, অতিরিক্ত ১১টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৩৭০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৮২ হাজার ৫৭০ শিশুকে ভিটামিন খাওয়ানো হবে।

১১ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ডের শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে ছিলেন- যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. গিয়াস উদ্দিন ও ডা. জুয়েল।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :