মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ দিনে র‌্যালি

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৮:১৮

‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী শেষ হয়েছে। মঙ্গলবার সকালে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ দিন ছিল। এদিন জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নেতৃত্বে তার কার্যালয় থেকে এক র‌্যালি করা হয়।

এতে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মজিদ, মাদকদ্রব্যের পরিদর্শক ইমদাদ উল্লাহ্, ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা আব্দুছ সাত্তার, শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি শুরু হয়েছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী এ আয়োজন।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :