বিইউবিটির মেলায় শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২০, ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) চলছে চাকরি মেলা। বুধবার বিশ্ববিদ্যালয়ের রূপনগরের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে এই মেলা। দুই দিনব্যাপী জব ফেয়ারে সহযোগিতা করছে বিডিজবস ডটকম। মেলা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। শিক্ষার্থীদের চাকরি দেয়ার জন্য সিভি দেখা ও ইন্টারভিউ নেয়ার জন্য মেলাতেই ১৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে।

বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক গেস্ট অব অনার হিসেবে এই মেলার উদ্বোধন করেন। এ সময় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। স্বাগত বক্তব্য দেন বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের ডেপুটি ডাইরেক্টর এ বি এম মেসবাহুল হাসান।

বক্তারা উন্নত ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীদের দিক-নির্দেশনা দেন। চাকরি পাওয়ার জন্য মেধা ও দক্ষতার ওপর জোর দেন তারা।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেআর/জেবি)