ভালুকা উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধাদের জন্য চেয়ার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১৭:৫৪

দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। জাতির এই বীর সন্তানরা ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছেন দেশের জন্য। তাদের জন্য আমরা পেয়েছি স্বাধীন দেশ। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিজের কক্ষে ‘সংরক্ষিত চেয়ার’ স্থাপন করেছেন।

ময়মনসিংহের শিল্পসমৃদ্ধ এই উপজেলা পরিষদে প্রতিদিন নানা কাজে আসেন সাধারণ মানুষের পাশাপাশি মুক্তিযোদ্ধারাও।

চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দেখেছি প্রতিদিন উপজেলা পরিষদে নানা কাজে অনেক মানুষ আসেন। এর মধ্যে মুক্তিযোদ্ধারাও আছেন। সাধারণ মানুষের ভিড়ে অনেক সময় মুক্তিযোদ্ধাদের ঠিকমত মূল্যায়ন করা সম্ভব হয় না। সবসময় লোকজন নানা কাজেই চেয়ারে বসে থাকে তাদের মাঝে কাউকে চেয়ার থেকে উঠিয়ে মুক্তিযোদ্ধাদের বসাতে হয়। বিষয়টা ব্রিবতকর। তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটু সম্মান দিতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমি আমার উপজেলার সব ইউনিয়ন পরিষদসহ সরকারি সব দপ্তরে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার রাখার আহ্বান জানিয়েছি।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের এমন মহৎ উদ্যোগে আমরা আপ্লুত। মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার স্থাপন করার বিষয়টি সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমার সংসদের মুক্তিযোদ্ধারাও খুব খুশি।’

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের উপজেলা শাখার সভাপতি পারভেজ খোকন বলেন, ‘দেশের জন্য জানবাজি রেখে যুদ্ধ করেছি। এখন দেশের কাছ থেকে আমরা তেমন কিছু চাই না। যদি একটু সম্মান পাই, তাহলে খুব ভালো লাগে। আমাদের প্রতি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যানের এ সম্মান চির স্মরণীয় হয়ে থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মাসুদ কামাল বলেন, ‘এটা খুব প্রশংসনীয় একটি উদ্যোগ, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এমন কাজকে সাধুবাদ জানাই।’

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :