গফরগাঁও বাজারে ভয়াবহ আগুন

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২০, ১৭:৫৬

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাজারের প্রাণকেন্দ্রে শেষ রাতে ভয়াবহ আগুন লেগেছে। এতে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। সেসব প্রতিষ্ঠানে থাকা পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, মোটরসাইকেল ও বিভিন্ন দামি যন্ত্রাংশ পুড়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ঘটনাটি ঘটে মঙ্গলবার শেষ রাতে পৌর শহরের খান বাহাদুর ঈসমাইল সড়কের পাশে বিউটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, রনি মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়ার পেইন্ট ও হাফিজের কাঠ নকশার দোকানে। পরে ফায়ার সার্ভিসের দল স্থানীয় লোকজনের সহায়তায় ভোর ৫টার দিকে আগুন নেভায়।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/কেএম)