দরপতনে বড় ভূমিকা বহুজাতিক কোম্পানির

অর্থনৈতিক প্রতিবেদক
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ২০:২২

চলতি সপ্তাহের টানা চার দিন পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বড় মূলধনী কোম্পানিগুলো। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনে ভুমিকা রেখেছে বহুজাতিক কোম্পানিগুলো। তালিকায় থাকা সব কটি কোম্পানির শেযার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো মানের কোম্পানি বলে বিবেচনা করা হয়।

আজকের লেনদেন থেকে দেখা যায়, সবচেয়ে আলোচিত গ্রামীণফোনের দর কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৬.১০ শতাংশ। রেকিট বেনকিজারের দর কমেছে ১৫২ টাকা ৪০ পয়সা বা ৫ শতাংশ, এরপরে বাটা শুর দর কমেছে ১৩ টাকা ৪০ পয়সা বা ১.৯৪ শতাংশ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দর কমেছে ১৭ টাকা ৬০ পয়সা বা ১.৮০ শতাংশ।

তালিকায় থাকা অন্য বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ৪.৪৯ শতাংশ, লিন্ডেবিডির দশমিক ৮৪ শতাংশ, ম্যারিকোর দশমিক ৪৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের দশমিক ৪০ শতাংশ, আরএকে সিরামিকসের দশমিক ৩৫ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৮৯ শতাংশ ও গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের ১.৮১ শতাংশ দর কমেছে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা