জয়পুরহাটে সোয়া লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২০, ২১:১৬

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাট জেলায় এবার এক লাখ ২৬ হাজার ২৯১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. শামস উদ্দীন এসব তথ্য জানান।

ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব কমিয়ে আনতে ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পেইন।

কর্মশালায় জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কুদরাতুল্লাহ ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায়সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের উদ্যোগে ১১ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার পাঁচটি উপজেলায় ৮২৫ কেন্দ্রের মাধ্যমে এক লাখ ২৬ হাজার ২৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর এ কাজে নিয়োজিত থাকবেন স্বাস্থ্য সহকারী, পরিবারকল্যাণ সহকারী, সিএইপি ও স্বেচ্ছাসেবীসহ মোট তিন হাজার ৪৫২ জন কর্মী।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/কেএম/এলএ)