কুড়িগ্রামকে স্কাউটস জেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ২২:৫১

অনলাইনে শতভাগ স্কাউটস মেম্বারশিপ ও ইউনিট রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ায় কুড়িগ্রামকে বাংলাদেশের প্রথম স্কাউটস জেলা হিসেবে ঘোষণা করা হয়। বুধবার বিকাল সাড়ে ৫টায় এ ঘোষণা দেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আদর্শিক মানুষ, ভদ্র মানুষ- এক কথায় আগামীর সুন্দর এবং যোগ্য মানুষ গড়তে স্কাউটসের বিকল্প নেই।’

নয় উপজেলার স্কাউটস সদস্য প্রতিনিধি এ সমাবেশে অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।

বক্তব্য দেন- বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (আইসিটি) সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান, এলটি মামিউল হক নান্টু, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ স্কাউটসের নীতিমালা অনুযায়ী কোনো জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাব/স্কাউটস/রোভার স্কাউটস দলের স্কাউটস কার্যক্রম চালু থাকলে সে জেলাকে স্কাউটস জেলা হিসেবে নির্বাচন করা যায়। কুড়িগ্রাম জেলা এ নীতিমালার সব শর্ত পূরণ করতে পেরেছে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :