রোমে দোহার ঐক্য পরিষদের বর্ষপূর্তি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ২৩:২২

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে ইতালিতে দোহার ঐক্য পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কেককেটে অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন দোহার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটিতে মোট ১০১ জন ও কার্যকরী পরিষদে উপদেষ্টা সহ ৬১ জনের নাম ঘোষণা করা হয়।

দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সভাপতি হামিদুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির আহমেদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শাহিন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন দোহার ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা এফতারুল হক টুটুল মৃধা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক শেখ সোহেল। বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি-বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি সভাপতি তাইফুর রহমান ছোটন, বাংলাদেশ সমিতি ইতালি সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, প্রচার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি সভাপতি শাখাওয়াত হোসেন, বলোনিয়া থেকে আগত আশরাফুল ইসলাম সালাম, বলোনিয়া দোহার সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস মোল্লা, কবি খলিলুর রহমান, ভেনিস থেকে রফিকুল ইসলাম, সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে শহীদ দরানী, শাহজাহান কাজী, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্সী, সোহেল রানা, মোস্তাক আহমেদ ভূঁইয়া, সোহেল মাঝি, মাহাবুব আলম, বাশার, মজিবর কাজি, সালাউদ্দিন মোড়ল, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, স্বপন আহমেদ, তোবারক মোড়ল ননী।

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন- মনির ভূঁইয়া, রইস উদ্দিন রাকিব, কাজী মোস্তাক আহমেদ সুমন, মফিজ উদ্দিন, সাজ্জাদ হোসেন চকদার, ফয়সাল আহমেদ, ময়নুল হোসেন, সালাম তালুকদার, বুলু সিকদার, ফিরোজ হোসেন ফনু, মাহাবুবুর রহমান, গোলাম হোসেন উজ্জ্বল, জাহিদুল ইসলাম, ওয়ালিদ হোসেন রাজীব, ইব্রাহীম প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম সবুজ, আবির হোসেন, জাকির হোসেন, খসরু, আবুল বাসার, ফারহানা আক্তার রিতা, আরিফুল ইসলাম লেলিন, সান্টু, শারমিন সুলতানা, আকাশ হোসেন, নোমান, দিদার মাহামুদ, মিজান খান, শাহাব উদ্দিন আহমেদ, মুরাদ হাওলাদার, রবিন, সাদ্দামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে দোহার ঐক্য পরিষদের নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আনোয়ার হোসেন।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রোমের স্থানীয় শিল্পীদের গান ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। কন্ঠ শিল্পী আবু তাহের, মনিকা ইসলাম, মিজানুর রহমান ছাড়াও আরো অনেকেই অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :