আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১১:৫৩ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১১:৩৯

শীতের কবল থেকে রক্ষা পেতে রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই বৃদ্ধা মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ দিনে বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নয়জনের মৃত্যু হলো। এদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু।

নিহতরা হলেন- রংপুর নগরীর কোটারপাড়া এলাকার সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম এবং নগরীর স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, নিহত দুই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।

ঢাকাটাইমস/৯জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :