চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ১১:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) এবং পাকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)।

আহতরা হলেন সাকির ও দেলবর। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকা ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য দুরুল হোদো বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু আনছিলেন। এ সময় ৭৮ বিএসএফ চাঁদনিচক বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান। গুলিতে আহত হন সাকির ও দেলবর।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজখবর নেওয়ার পর তিনি বিস্তারিত বলতে পারবেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৯জানুয়ারি/প্রতিনিধি/এমআর