আখাউড়ায় দুই সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১৭:০৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়ার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের সড়ক বাজারের অ্যাড. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বর্তঃস্ফূর্তভাবে অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তব্য দেন- সাংবাদিক মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংবাাদিক ফজলে রাব্বি, মো. শরীফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল, সাংবাদিক আবির খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি নুরুল হুদা প্রমুখ।

বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। নয়তো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শাহাদাত হোসেন লিটন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, তাজবীর আহমেদ, মো. জালাল হোসেন মামুন, শেখ মনির হোসেন নিজাম, মো. রনি, সাদ্দাম হোসেন, মো. রুবেল আহমেদ, আশীষ সাহা, দ্বীন ইসলাম, অমিত হাসান অপু, মো. সাইমন মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৯ সনের ১৫ নভেম্বর জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে জেএসসি পরীক্ষায় আখাউড়ার একটি কেন্দ্রের নকলের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৫ দিন পর আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হান্নান খাদেম ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মহিউদ্দিন মিশুর বিরুদ্ধে শিক্ষক কাজী ইকবাল বাদী হয়ে ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :