ভুল অস্ত্রপচারে চিকিৎসকের কারাদণ্ড

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ১৮:০৫

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভুল অস্ত্রপচারের অভিযোগে মাগুরা সরকারি মাতৃসদনের চিকিৎসক নন্দ দুলালের এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান এই আদেশ দেন।

তবে একই আদালতে আপিলের শর্তে চিকিৎসকের জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি জানান, ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় চিকিৎসক নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে একটি অপারেশন করেন। তখন মাগুরা হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের সিজারিয়ানের সময় মূত্রনালি কেটে ফেলেন চিকিৎসক। ভুল অস্ত্রপচারের কারণে সালমা খাতুন পঙ্গুত্ববরণ করেন। এ ব্যাপারে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় নন্দ দুলালের স্বীকারোক্তি ও  সাক্ষ্য-প্রমাণেরভিত্তিতে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী কুমুদ রঞ্জন জানান, আপিলের শর্তে একই আদালতে আসামির জামিন আবেদন করায় ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করেছেন।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/কেএম/এলএ)