রাঙামাটিতে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব শুরু ১১ জানুয়ারি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১৮:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব। এতে অংশ নেবেন ১০০ জন অ্যাডভেঞ্চার। এদের মধ্যে ১৬ জন দেশের বাইরের।

১১ জানুয়ারী রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজ মাঠে এ উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। উৎসবটি শেষ হবে ১৫ জানুয়ারি।

এ উৎসবে একজনকে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার সম্মাননা দেওয়া হবে। বোর্ড এক কোটি টাকা ব্যয় ধরেছে এ উৎসবের জন্য।

বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে এ তথ্য জানান বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম।

তিনি বলেন, এ আয়োজন খেলাধুলা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, পর্যটন খাতের অগ্রগতি, বিশ^ব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাব কমিয়ে আনতে উৎসাহিত করবে।

সম্মেলনে বোর্ডের সদস্য প্রকাশ কান্তি চৌধুরী, আশীষ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

উৎসবে মাউন্টেন বাইকিং, কায়াকিং, ক্যানিওনিং, কেভ ডিসকভারি, হাইকিং, ট্রেইল রান, রোপ কোর্স, টিম বিল্ডিং, টি ট্রেইল হাইকিং প্রতিযোগিতায় অংশ নেবেন অ্যাভেঞ্চাররা।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :