বাণিজ্যমেলায় দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২০:১০ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ২০:০১

রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলার ‘ফ্রুটিকার স্টলে’ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার রাত সোয়া সাতটায় এ আগুন লাগে। তবে, আগুনের সূত্রপাত এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মেলায় ‘ফ্রুটিকার স্টলে’র দোতলায় প্রথমে আগুন লাগে। পরে তা পুরো স্টলে ছড়িয়ে পড়ে।

স্টলের একজন কর্মচারী বলেন, ‘আমরা নিচে ডিউটি করছিলাম। হঠাৎ হই-হুল্লোর শুনে স্টল থেকে বেরিয়ে আসি। পরে দেখি দোতলা থেকে সবাই নামছে এবং স্টল দাউদাউ করে জ্বলছে। কি কারণে আগুন লেগেছে বলতে পারছি না।’

প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে তাদের পানি শেষ হয়ে যায়। স্টল তৈরিতে প্লাস্টিক ফাইবার ব্যবহার করায় আগুনের আকার বাড়তে থাকে। পরে বেশ কিছু সময় আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ থাকে। এরপর একে একে বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিট। আগুনে স্টলের দ্বিতীয় তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফ্রুটিকার স্টলটি বাণিজ্যমেলার মাঝ মাঠে।

ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :