উত্তরে প্রতীক পেলেন আতিক-তাবিথসহ ছয় মেয়রপ্রার্থী

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ১০:৫৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০, ১৬:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। শুক্রবার সকালে প্রতীক বরাদ্দ শুরু হয়।

ইতোমধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীরা স্ব স্ব দলের প্রতীক পেয়েছেন। ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন আতিকুল ইসলাম। ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া নির্বাচন কমিশন।

এছাড়া উত্তরে মেয়র পদে অন্য যারা প্রতীক পেয়েছেন তারা হলেন- পিডিবি সমর্থিত প্রার্থী শাহিন খান বাঘ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ হাতপাখা, সিপিবির আহমেদ সাজেদুল হক কাস্তে ও এলডিপির আনিসুর রহমান দেওয়ান (আম)।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/কারই/এমআর